সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ পদ পেলেন শিক্ষক নেতা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: গত বছর জুলাই মাসে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিপিএমের শিক্ষক নেতা অনির্বাণ বাগচি সহ কয়েকজন সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। অনির্বাণ বাগচি সিপিএমের প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ-র সঙ্গে যুক্ত ছিলেন। রবিবার তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠন ডব্লিউবিটিপিটিএ-র সম্পাদক হিসাবে তাঁর নাম ঘোষণা করেন তৃণমূলের জেলা সভাপতি তথা পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সিপিএমের তৎকালীন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার ১৬ জুন তৃণমূলে যোগ দেওয়ার পরে দুর্গাপুরে সিপিএম ছেড়ে অনেকেই তৃণমূলে যোগ দেন। ১৮ জুলাই ডিএসপি টাউনশিপের অরবিন্দ অ্যাভিনিউয়ের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ডব্লিউবিটিপিটিএ-র পক্ষ থেকে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেখানেই সিপিএম ছেড়ে অনির্বাণ বাগচি সহ কয়েকজন তৃণমূলের পতাকা হাতে নেন। রবিবার ডব্লিউবিটিপিটিএ-র পশ্চিম বর্ধমান জেলার ৩১ জনের নতুন কমিটি ঘোষণা করেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী দেবারতি সিনহা, তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

