October 3, 2023

স্কুলে আছেন তো? এবার থেকে শিক্ষকদের লাইভ লোকেশন পাঠাতে হবে শিক্ষা দফতরে

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১১ জুন ২০২৩: স্কুলে (School) সময়ে শিক্ষকেরা আসছেন তো? নির্দিষ্ট সময় পর্যন্ত স্কুলে থাকছেন তো? শিক্ষকদের একাংশের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে বিভিন্ন সময়ে। এবার সেই সব শিক্ষকদের জন্য ‘লাইভ লোকেশন’ জানার ব্যবস্থা করছে সরকার। এখন থেকে শিক্ষকদের লাইভ লোকেশন জানাতে হবে ব্লকে শিক্ষা আধিকারিকের হোয়াটসঅ্যাপে।

এমন সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটকের (Karnataka) কংগ্রেস সরকার। শিক্ষকদের শৃঙ্খলা ও দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।  এবার থেকে কর্ণাটকে ক্লাস শুরু আগে জাতীয় সঙ্গীত এবং কর্ণাটকের নিজস্ব প্রার্থনা সঙ্গীত গাওয়ার পর সংবিধানের প্রস্তাবনার মূল অংশ পাঠ করানো হবে। সেই সময় যেন স্কুলে সব শিক্ষক অবশ্যই উপস্থিত থাকেন, তা নিশ্চিত করা হবে লাইভ লোকেশন ব্যবস্থা চালুর মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!