দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষ পথে নেমেছেন। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসায় স্লোগান দিয়ে প্রতিবাদ মিছিল করেন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা। কাঁকসা শিক্ষা দফতরের অফিস থেকে মিছিল যায় কাঁকসা হাটতলা পর্যন্ত। স্লোগান দিয়ে আরজি করের ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের কঠিন শাস্তির দাবি জানানো হয়।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
নাগরিক শিক্ষক সমাজের ব্যানারে এই মিছিল হয় এদিন। মিছিলে অংশ নিয়ে আমলাজোড়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা শিক্ষক ও শিক্ষাকর্মীরাও সমাজের অংশ। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা এই প্রতিবাদ মিছিল করছি। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমাদর আবেদন, আরজি করের সছিক বিচারের দাবিতে সোচ্চার হন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।