দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ জানুয়ারি ২০২৪: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য দেশ জুড়ে বাড়ি বাড়ি রাম মন্দিরের ছবি দিয়ে আমন্ত্রণ করতে নেমেছেন বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গী কালী মন্দির সাফাই করে মন্দিরের সেবায়েতদের পাশাপাশি মন্দিরে আসা ভক্তদের আমন্ত্রণ করেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। বুধবার সিটি সেন্টারে দমকল কার্য্যালয়ের উল্টোদিকে কালী মন্দিরে সাফাই অভিযান করা হয় বলে জানান বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সুনীল সিং জানান, রাম মন্দিরের জন্য তাঁরা ১৯৯০ সাল থেকে লড়াই করেছেন। তখন তাঁদের অনেক বাধার মুখে পড়তে হয়েছিল। কিন্তু তাঁরা থেমে যাননি। দীর্ঘ সময় পেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অবশেষে মিলছে সাফল্য। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।