দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সাড়ে ১০ কেজির টিউমার বেরোলো পেট থেকে। স্বাস্থ্যসাথী কার্ডে হল অস্ত্রোপচার। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। কার্যত প্রাণ ফিরে পেলেন রোগী।
কিছুদিন ধরে পেটের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ির ভাইঝি বছর ৫০ এর সন্তোষী বাউড়ি। তাঁর বাড়ি অন্ডালে। চার দিন আগে তাঁকে ভর্তি করা হয় কাঁকসার রাজবাঁধের বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার তাঁর সফল অস্ত্রপ্রচার করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে হয় অস্ত্রোপচার। হাসপাতালের চিকিৎসকদের প্রশংসা করেন জেলা পরিষদের সভাধিপতি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্তোষী বাউড়ি সুস্থ আছেন। অস্ত্রোপচারের পরে তাঁকে দেখতে যান সভাধিপতি। তিনি বলেন, এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা খুবই ভাল। গরিব অসহায় মানুষরা স্বাস্থ্য সাথী কার্ডে এই হাসপাতালে চিকিৎসা করাতে পারছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।