শক্তিগড়ে রেষারেষির জেরে দশ চাকার লরি পিষে দিল গাড়িকে, মৃত চালক

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ১০ জুন ২০২৩: শনিবার সকালে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) শক্তিগড়ে (Shaktigarh) ১৯ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা। শনিবার সেখানে একটি গাড়িকে কার্যত পিষে দিল একটি লরি। মারা যান কালনার বেলেহাটার বাসিন্দা সমরেশ মুখোপাধ্যায় (৬৫) নামে এক জনের। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। জখম হয়েছেন গাড়ির আরোহী বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ের বাসিন্দা অরিজিৎ মজুমদার।
স্থানীয়রা জানাচ্ছেন, দশ চাকার লরির সঙ্গে সমরেশের গাড়ির কোনও কিছু নিয়ে রেষারেষি হয়। এরপরেই গাড়িটিকে পিষে দেয় লরিটি। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে গুরুতর জখম অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে সমরেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অরিজিৎ এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।