শ্বশুরবাড়িতে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, ক্ষোভে বাড়ি ভাঙচুর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পাড়দহি এলাকায় গৃহবধুর রহস্য মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার। খুনের অভিযোগ তুলে দেহ আটকে রেখে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর চলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় নিউ টাউনশিপ থানার পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স। মৃতার নাম মায়া ঘোষ (২৮)। পুলিশ তার স্বামী, শশুর এবং শাশুড়িকে আটক করেছে।
জানা গিয়েছে, দুর্গাপুর থানার কমলপুরের মায়ার সঙ্গে দু’বছর আগে বিয়ে হয় পাড়দহি এলাকার সুশোভন মাইতির। মায়ার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই মায়ার ওপর অত্যাচার করত স্বামী সুশোভন এবং শ্বশুর ও শাশুড়ি। বুধবার দুপুরে তাঁদের জানানো হয়, মায়ার মৃত্যু হয়েছে। তাঁরা পাড়দহি গিয়ে মায়ার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। বাড়িতে ভাঙচুর চলে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ। পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমব্যাট ফোর্স। মৃতার বোন প্রতিমা ঘোষের অভিযোগ, “আমার বাবাকে ফোন করে সুশোভন মাইতি। বলে মায়া গলায় দড়ি নিয়েছে। আমরা এসে দেখি পুলিশ দেহ নামাচ্ছে। মাঝেমধ্যেই জামাইবাবু শ্বশুর-শাশুড়ি মিলে অত্যাচার করত আমার দিদিকে। বুধবার সকাল থেকেও মারধর করেছে। তারপর দিদিকে মেরে ঝুলিয়ে দিয়েছে ওরা। আমরা ওদের কঠোর শাস্তি চাইছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

