দুর্গাপুর দর্পণ, ২৪ মে ২০২৪: সন্তান প্রসবের পরেই মৃত্যু প্রসূতির মৃত্যু! চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সহকারী সুপারকে ঘিরে বিক্ষোভ পরিজনদের। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে গিয়েছে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী।
মৃত প্রসূতির নাম মৌসুমী হাঁসদা (২৪)। কাঁকসার বড়ডোবার বাসিন্দা। হাইপারটেনশন সংক্রান্ত সমস্যা নিয়ে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় অস্ত্রোপচার করা হয়। সন্তানের জন্ম দেন তিনি। তারপরেই মৃত্যু হয় মৌসুমীর। সেই খবর শুনে রাতেই হাসপাতালে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পড়েন পরিজনেরা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
ফের শুক্রবার সকাল থেকে চিকিৎসকের শাস্তির দাবি তুলে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করে দেন মৃতার পরিবার-পরিজনেরা। সহকারী সুপার সৌম্যদীপ মন্ডলের সামনে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মৃতার আত্মীয় সুনীল বেশড়ার অভিযোগ, হাইপারটেনশন সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসা না করে পরিবারের কাউকে না জানিয়েই অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ভুল সিদ্ধান্তে ও ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে মৌসুমীর। চিকিৎসকের শাস্তি দাবি করেন তিনি।
যদিও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল বলেন, “যে কোনও মৃত্যুই বেদনাদায়ক। রোগীর শারীরিক কথা ভেবে অনেক সময় পরিবারকে না জানিয়েও অস্ত্রোপচার করতে হয়। তবে, মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কী কারণে মৃত্যু তা তদন্ত করে দেখা হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।