
গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘বিকল্প রাজনীতি’র পোস্টার পড়ছে। শুক্রবার সকালে দেখা গেল দুর্গাপুরেও পোস্টার পড়েছে।
——————————————-
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ জানুয়ারি ২০২৪: গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘বিকল্প রাজনীতি’র পোস্টার পড়ছে। সরগরম রাজ্য। শুক্রবার সকালে দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরেও পোস্টার পড়েছে। বৃহস্পতিবার রাতে কে বা কারা পোস্টারগুলি সাঁটিয়েছে বলে মনে করা হচ্ছে।
সিটি সেন্টার এলাকায় বিকল্প রাজনীতির পোস্টার পড়েছে।মহকুমা শাসক, মহকুমা আদালত সহ বিভিন্ন সরকারি অফিস ভবনের নিচের দেওয়ালে এই পোস্টারগুলি পড়েছে। এলাকায় যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও।
সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে বিকল্প কিছু চাইছে রাজ্যের মানুষ। কিন্তু কারা চাইছে সেটাও জানা দরকার। অন্যদিকে, বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিকল্প রাজনীতির পোস্টার পড়ছে। এবার দুর্গাপুরেও পড়েছে। তবে বাংলায় বিকল্প রাজনীতি বলতে বিজেপি। তৃণমূল, সিপিএম, কংগ্রেস এক হয়েছে। পরিকল্পিতভাবে বিকল্প রাজনীতির পোস্টার দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল। বিজেপি ও সিপিএমকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর বিকল্প কেউ নেই। বিরোধীরা বুঝতে পেরেছে তাই এই অপপ্রচারে নেমেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।