দুর্গাপুর দর্পণ, বুদবুদ: শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা বেসরকারি কারখানায়। পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) বুদবুদ থানার দেবশালা এলাকার একটি কারখানায় শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এবং কারখানায় নিরাপত্তার দাবিতে বিক্ষোভ শ্রমিকদের। তাঁদের অভিযোগ, বার বার এই ধরণের দুর্ঘটনা ঘটছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছেন না।
যতক্ষণ না কর্তৃপক্ষ ন্যায্য ক্ষতিপূরণের আশ্বাস না দেবেন ততক্ষণ দেহ তুলতে দেওয়া হবে না। এই দাবিতে চলছে আন্দোলন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে পুলিশ। তবে শ্রমিকরা জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আশ্বাস মেলার পরেই দেহ উঠবে বলে জানান তাঁরা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা মৃত শ্রমিকের নাম সুজিত মাহাতো (৩০)। বাড়ি বাঁকুড়ায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কারখানার শ্রমিক হায়দার আলি মন্ডল জানান, এর আগেও একবার এই কারখানায় দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে। ক্ষতিপূরণ দিতে অনেক টালবাহানা করেন কর্তৃপক্ষ। এবার আর তা হতে দেবেন না তাঁরা। ক্ষতিপূরণের আশ্বাস না পেলে কিছুতেই দেহ তুলতে দেওয়া হবে না বলে জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।