যত নষ্টের গোড়া স্যাটেলাইট ম্যাপ! ক্ষোভে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা

যত নষ্টের গোড়া স্যাটেলাইট ম্যাপ! ক্ষোভে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: যত বিপত্তি স্যাটেলাইট ম্যাপে! ক্ষোভে রাস্তার কাজ বন্ধ করে দিলেন পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার বিদবিহারের শিবপুরে। শিবপুর থেকে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মাধাইপুর পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ছিল। স্থানীয়দের দাবি মেনে সেই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তর। ১০কোটির বেশি টাকা বরাদ্দ হয়। রাস্তার কাজ করার জন্য ৯মাস সময়সীমা দেওয়া হয় ঠিকাদারকে।

সম্প্রতি সেই রাস্তার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের দাবি, যেখান থেকে ভাঙা রাস্তা শুরু হচ্ছে সেখান থেকে সংস্কারের কাজ শুরু না হয়ে ২ কিলোমিটার দূর থেকে শুরু হয়েছে। তাঁদের আপত্তিতে মাঝপথে বন্ধ হয়ে যায় রাস্তার কাজ। খবর পেয়ে শুক্রবার পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য এবং কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত এলাকায় যান। কেন মাঝপথ থেকে শুরু করা হল রাস্তার কাজ, জানতে চান ঠিকাদারের কাছ থেকে। যেখান থেকে বেহাল রাস্তা শুরু হচ্ছে সেখান থেকেই রাস্তা সংস্কার করতে হবে বলে তাঁরা জানিয়ে দেন ঠিকাদারকে। এরপর নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন তাঁরা। উপস্থিত ছিলেন বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু, উপ-প্রধান গোপাল সরকার সহ পঞ্চায়েত সদস্যরা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নব কুমার সামন্ত ম্যাপ বিভ্রাটের কথা স্বীকার করে নিয়ে বলেন, “ম্যাপের গোলযোগের জন্য সংস্থার আধিকারিকরা বুঝতে পারেননি। সেই জন্য এই সমস্যা হয়েছে। এই ভুলটা উর্ধতন কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। জনগণের চাহিদা ছিল এই বেহাল রাস্তা সংস্কারের। যেখান থেকে বেহাল রাস্তা শুরু হচ্ছে সেখান থেকেই সংস্কার হবে।” পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন, “ম্যাপের একটা ভুল ছিল। সেই জন্য রাস্তা তৈরিতেও ভুল হয়েছিল। উর্ধ্বতন কর্তৃপক্ষই রাস্তার কাজ বন্ধ করেছেন। বেহাল রাস্তার শুরু থেকেই সংস্কার করা হবে বলে আমাদের জানানো হয়েছে।”

কটাক্ষ করে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “সরকারি অফিসে বসে ম্যাপ দেখে উন্নয়নের কাজ শুরু করলে এরকমই হবে। ভোট লুট করে চেয়ারে বসে আছে যারা তারা আবার কী পরিষেবা দেবে সাধারণ নাগরিককে! আমরা বিডিওকে স্মারকলিপি দেব।” পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্যও ম্যাপ বিভ্রাটের কথা স্বীকার করে নিয়ে বলেন, “স্যাটেলাইট ম্যাপে ওই রাস্তার শুরু হচ্ছে গ্রাম শেষ হবার পর থেকে। সেইজন্য ওখান থেকে শুরু হয়েছিল সংস্কারের কাজ। আমরা বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দফতরে চিঠি দেব। আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন) 

Highlight
যত নষ্টের গোড়া স্যাটেলাইট ম্যাপ! ক্ষোভে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা
News
যত নষ্টের গোড়া স্যাটেলাইট ম্যাপ! ক্ষোভে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা
:
তাঁদের দাবি, যেখান থেকে ভাঙা রাস্তা শুরু হচ্ছে সেখান থেকে সংস্কারের কাজ শুরু না হয়ে ২ কিলোমিটার দূর থেকে শুরু হয়েছে। তাঁদের আপত্তিতে মাঝপথে বন্ধ হয়ে যায় রাস্তার কাজ।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!