দুর্গাপুর দর্পণ, ২১ মে ২০২৪: গ্যামন ব্রীজের কাছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের ধাক্কায় মৃত ব্যক্তি। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। যত্রতত্র ছড়িয়ে মাংসপিণ্ড। রক্তাক্ত ঘটনা দেখেই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে চলছে বিরাট বিক্ষোভ।
মৃত ব্যক্তির নাম শ্যামল প্রামানিক। দুর্গাপুরের ফরিদপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন সকালে সাড়ে নটা নাগাদ দুর্গাপুরের ডিপিএলের রাস্তা ধরে প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস যাচ্ছিল গ্যামনের সংস্থার কার্যালয়ের দিকে। সেই সময় এক ব্যক্তি গ্যামনের দিকে যাচ্ছিল স্কুটি নিয়ে। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি আরোহীকে ধাক্কা মারে। প্রায় ৫০০ মিটার জুড়ে স্কুটি সহ ব্যক্তিকে টানতে টানতে কার্যালয়ের ভেতরেই ঢুকে যায় বাসটি। দলা পাকিয়ে যায় দেহ। রক্তে ভেসে যায় রাস্তা। পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
চালক এবং খালাসি পলাতক। অভিযোগ, মদ্যপ অবস্থায় ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। স্থানীয় বাসিন্দা সায়ন্তন ভট্টাচার্য জানান, প্রতিদিন এই এলাকায় বেপরোয়া গতিতে যাতায়াত করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসগুলি। এলাকার বাসিন্দা সহ নিত্য যাত্রীরা আতঙ্কে যাতায়াত করে। যতক্ষণ না পর্যন্ত ওই চালককে বরখাস্ত এবং মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে, জানিয়েছে বিক্ষোভকারীরা।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।