ভয়াবহ দুর্ঘটনা জাতীয় সড়কে, বুদবুদে যানজট

দুর্গাপুর দর্পণ, বুদবুদ, ২ জুন ২০২৩: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক লরিচালক। দু’নম্বর জাতীয় সড়কের বুদবুদে এই দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল দশটায় দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যানজটের তৈরি হয় জাতীয় সড়কে।
জানা গিয়েছে, আসানসোলগামী রাস্তায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হয় লরি চালক রামবলি প্রসাদ। তিনি বিহারের বাসিন্দা।বুদবুদ থানার পুলিশ আহত লরিচালককে চিকিৎসার ব্যবস্থা করে। পাশাপাশি দ্রুত দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটি সরিয়ে যান চলাচল পরিষেবা স্বাভাবিক করে।