You are currently viewing Durgapur : মাঝরাতে জাতীয় সড়কে কন্টেনারের পিছনে ধাক্কা মারল ট্রাক

Durgapur : মাঝরাতে জাতীয় সড়কে কন্টেনারের পিছনে ধাক্কা মারল ট্রাক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ অক্টোবর ২০২৩: কন্টেনারের পিছনে ধাক্কা মারল সিএনজি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক। দুমড়ে মুছরে গেল ট্রাক। মৃত্যু হল ট্রাক চালকের। বুধবার মাঝরাতে দুর্ঘটনাটি ঘরে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রকাশ যাদব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে দুর্গাপুরের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল কন্টেনার ও গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক। পানাগড়ের বিরুডিহা মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারের পিছনে ধাক্কা মারে সিলিন্ডার বোঝাই ট্রাকটি। ট্রাকের ইঞ্জিন দুমড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।

দমকলের প্রায় দেড় ঘন্টা ধরে চেষ্টার পরে ট্রাকের চালককে উদ্ধার করা সম্ভব হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট হয়। দমকল এবং পুলিশের তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply