কয়লাখনিতে ভয়াবহ ধস, মৃত ৩, চাপা এখনও বহু

দুর্গাপুর দর্পণ,ধানবাদ, ৯ জুন ২০২৩: ঝাড়খণ্ডের ধানবাদে ভয়াবহ দুর্ঘটনা। বেআইনি কয়লা খাদানে (coal mine) চাপা পড়ে মারা গেল ৩ জন। আশঙ্কা, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে, এমনটাই জানা গেছে। ভোওরা কোলিয়ারি এলাকায় সকাল সাড়ে ১০টা নাগাদ ধস নামে। সেই সময়ে বেআইনি কয়লা খনিতে শতাধিক গ্রামবাসী কাজ করছিলেন। ধসের পরে স্থানীয় মানুষের সহায়তায় ৩ জনের দেহ উদ্ধার হয়। আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধারের কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেআইনি কয়লা খননের ফলে অতিধসপ্রবণ হয়ে উঠছে এলাকাটি। অসামাজিক কাজকর্মও বেড়েছে পাল্লা দিয়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন সঠিক পদক্ষেপ নিলেন বন্ধ হবে এই বেআইনি কাজ। বিপদও কমবে খনিতে।