September 28, 2023

Bankura: দু’টি মালগাড়ির ভয়াবহ সংঘর্ষ, বেলাইন ইঞ্জিন-সহ ৬ বগি

দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ২৫ জুন ২০২৩: দু’টি মালগাড়ির (freight trains) ভয়াবহ সংঘর্ষ। লাইনচ্যুত একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির মোট ৬টি বগি। গুরুতর জখম এক মালগাড়ির চালক। আদ্রা-খড়গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল। বাঁকুড়ার (Bankura) ওন্দার ঘটনা। ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। একটি মালগাড়ির কেবিনে থাকা দু’জন চালককে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা স্টেশনে পৌঁছে দেন।

জানা গিয়েছে, ওন্দা স্টেশনের কাছে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। বাঁকুড়ার দিক থেকে অন্য একটি ওই লাইনেই চলে এসে দাঁড়িয়ে থাকা মালগাড়িটিকে ধাক্কা মারে। দু’টি মালগাড়ির ৩টি করে বগি লাইনচ্যুত হয়ে যাবে। লাইনচ্যুত হয় একটি ইঞ্জিন। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। #TrainAccidentinWB

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: