দুর্গাপুর: দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালের (মেন হাসপাতাল) ফার্মেসি বিভাগে রবিবার গভীর রাতে আচমকা আগুন লেগে যায়। সোমবার সকালে কর্মীরা এসে দেখেন, ফার্মাসি কাউন্টারের ভিতরে সব পুড়ে গিয়েছে। খবর পেয়ে হাসপাতালের পদস্থ আধিকারিকেরা দৌড়ে আসেন। আসে দমকলের ইঞ্জিনও। দেখা যায়, কম্পিউটার থেকে শুরু করে জরুরী সামগ্রী সব পুড়ে গিয়েছে। এছাড়া বহু দুর্মূল্য ওষুধ নষ্ট হয়েছে বলে হাসপাতালের একটি সূত্রে জানা গিয়েছে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সম্প্রতি সংস্কার কাজ হয়েছে ওই বিভাগে। আগুনে সে সবও নষ্ট হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিদিন হাজারের বেশি রোগী হাসপাতাল থেকে ওষুধ সংগ্রহ করে থাকেন। তাঁদের মঙ্গলবার টাউনশিপের এ-জোন ও বি-জোনের স্থানীয় ডিএসপি স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে ওষুধ সংগ্রহ করতে বলা হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের দরুণ আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছেন কর্তৃপক্ষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।