দুর্গাপুর: দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে ভয়াবহ আগুন। কণিষ্ক রোডের তালাবন্ধ ১/১২৬ নম্বর কোয়ার্টারে আগুন লাগে সোমবার সকালে। প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আসে পুলিশ। কয়েকঘন্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন আয়ত্বে আসে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
প্রতিবেশী সুমন ঘোষাল জানান, গুরুপদ সেনগুপ্তের নামে রয়েছে এই কোয়ার্টারটি। দুই ছেলে বাইরে চাকরি করেন। দীর্ঘদিন ধরেই কোয়ার্টার তালাবন্ধ হয়ে রয়েছে। তিনি বলেন, কী ভাবে আগুন লাগল জানি না। বাড়ির ভেতর গ্যাস সিলিন্ডার থাকলে ফেটে ভয়াবহ ঘটনা ঘটতে পারত। বাড়ি তালাবন্ধ থাকায় বাইরে থেকে আগুন নেভাতে হিমশিম খান দমকলের কর্মীরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।