দুর্গাপুর দর্পণ, ১৯ মে ২০২৪: রবিবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল থানার উখড়া বাজারে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন নেভানোর চেষ্টা করছে দমকল। এদিন একটি লেপ তোষকের দোকানে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।
কিন্তু ক্রমশ আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় খবর দেওয়া হয় রানিগঞ্জের দমকল বিভাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা অনিল বার্নওয়াল বলেন, বাজারে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন। উখডা বাজারে দমকল কেন্দ্রের প্রয়োজন রয়েছে বলেও দাবি করেন তিনি।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।