September 28, 2023

প্রেমিকার সঙ্গে টানাপড়েন! নেশার ঘোরে এ কী করলেন যুবক?

murder male

দুর্গাপুর দর্পণ, হুগলি, ২৫ জুন ২০২৩: ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম রঞ্জিত মালিক (২৯)। ঘর থেকে পাওয়া গেল মদের বোতল, হুক্কা পাইপ। দেওয়াল জুড়ে ওই যুবক ও তাঁর প্রেমিকার কোলাজ। ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) ব্যান্ডেলের ২ নম্বর গান্ধী কলোনি এলাকায়। যুবকের আসল বাড়ি, দাদপুরের বাদিনান এলাকায়। একটি সংস্থায় সেলস বিভাগের কর্মী ছিলেন তিনি। সবার প্রশ্ন, নেশার ঘোরে শেষ পর্যন্ত এ কী করলেন যুবক?

পরিবারের তরফে জানা গিয়েছে, অফিসের এক সহকর্মী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রঞ্জিতের। সম্প্রতি দু’জনের মধ্য়ে সম্পর্ক নিয়ে টানাপড়েন শুরু হয়। তার পর থেকেই মনমরা হয়ে পড়েন রঞ্জিত। বাবা-মা এসেছিলেন ছেলেকে কয়েকদিন নিয়ে গিয়ে বাড়িতে নিজেদের কাছে রাখবেন বলে। কিন্তু তা আর হল না।

ছেলেকে ফোন করেছিলেন তাাঁরা। ফোন বেজে যায়। তারপর তাঁরা সটান চলে আসেন। ভিতর থেকে দরজা বন্ধ ছিল। পুলিশকে খবর দেন বাড়িওয়ালা। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে সিলিং থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে। ভিতর থেকে উদ্ধার হয় হুক্কার পাইপ, মদের বোতল। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে পাঠায়।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: