কাটোয়ায় ঘটে গেল ভয়াবহ ঘটনা!

দুর্গাপুর দর্পণ, কাটোয়া, ৫ সেপ্টেম্বর ২০২৩: ঘর তৈরির খরচ জোগাতে নিজের শিশুপূত্রকে দেড় লক্ষ টাকায় বিহারের এক দম্পতির কাছে বিক্রি করে দিল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার উখড়ার আনন্দপল্লি এলাকার এক দম্পতি। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ায় স্বামী-স্ত্রী ঝগড়া করার সময় আশপাশের কয়েকজন বিষয়টি জেনে যান। পুলিশ এসে দম্পতিকে গ্রেফতার করে। গ্রেফতার করা হয় বিহারের দম্পতিকেও। উদ্ধার করা হয় ছ’মাসের শিশুটিকে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হল বুনি বাউড়ি, তার স্বামী অচিন্ত্য সরকার এবং সুভাষ পন্ডিত ও তার স্ত্রী চম্পাদেবী। সুভাষ ও চম্পাদেবীর বাড়ি বিহারের ভাগলপুর জেলার বিনপুর থানা এলাকায়। কর্মসূত্রে উখড়ায় থাকে ওই দম্পতি। ১২ দিন আগে বুনি ও অচিন্ত্য তাদের কাছে সন্তানকে বিক্রি করে দেয় বলে অভিযোগ। উখড়া থেকে ওই দম্পতিকে গ্রেফতার করে আনে কাটোয়া থানার পুলিশ। মঙ্গলবার তাদের সবাইকে কাটোয়া আদালতে তোলা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।