থ্যালাসেমিয়া সনাক্তকরণ শিবির হল দুর্গাপুরের কলেজে

থ্যালাসেমিয়া সনাক্তকরণ শিবির হল দুর্গাপুরের কলেজে
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ, ১৭ মে ২০২৪: গত ৮ মে ছিল বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এই উপলক্ষে ১৫ মে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Academy of Professional Courses এর Medical Laboratory Technology বিভাগ এবং NSS Unit এর পক্ষ থেকে থ্যালাসেমিয়া সনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে কলেজের বিভিন্ন বিভাগের মোট ১৪০ জন পড়ুয়ার রক্তের নমুনা নেওয়া হয় থ্যালাসেমিয়া সনাক্তকরণের উদ্দেশ্যে। রক্ত সংগ্রহ করে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের সূচনা হয়। কলেজের অধ্যক্ষ ডঃ রাজীব রায় শিবিরের উদ্দেশ্য ব্যাখ্যা করে উদ্বোধনী বক্তব্য রাখেন। থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতার বার্তা দেন তিনি।

( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)

প্রাথমিক পর্যায়ে থ্যালাসেমিয়া সনাক্ত করা গেলে রোগ প্রতিরোধে কতটা সুবিধা হয় সে সম্পর্কে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের কাউন্সিলর সুবর্ণা বিশ্বাস উপস্থিত পড়ুয়াদের অবগত করেন। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে এই রোগ ধরা পড়লে চিকিৎসকেরাও উপযুক্ত চিকিৎসা শুরু করতে পারেন। তাছাড়া নিয়মিত নজরদারি ও তদারকিতে রোগের প্রসার রোধ করাও সম্ভব হয়। Medical Laboratory Technology বিভাগের প্রধান অধ্যাপক সোহিনী গঙ্গোপাধ্যায় ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!