Breaking. সন্ধ্যায় বাবলু যাদবের বন্ধুকে গাড়িতে তুলে নিয়ে কোথায় বেরিয়ে গেল পুলিশ?

দুর্গাপুর: তিন দিন হয়ে গেল। গাড়ি দুর্ঘটনায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর কোনও কিনারা হল না। রবিবার মাঝ রাতে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের পানাগড়ে গাড়ি উল্টে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার যুবতী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী তথা নৃত্যশিল্পী সুতন্দ্রার (২৭)। গাড়ির রেষারেষি থেকেই ঘটনাটি ঘটেছে বলে সিসিটিভির ফুটেজ দেখিয়ে সোমবার সন্ধ্যায় দাবি করেন পুলিশ কমিশনার সুনীল চৌধুরী। ইভটিজিংয়ের কোনও ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।
বুধবার সকালে কাঁকসা থানায় ডেকে পাঠানো হয় সুতন্দ্রার সহকর্মী তথা ঘটনার সময় গাড়িতে থাকা বর্ধমানের বাসিন্দা মন্টু ঘোষ ও তাঁর দাদাকে। দুপুরে তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যায় পুলিশ। আদালতে মন্টুর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। এরপর আবার তাঁদের কাঁকসা থানায় ফিরিয়ে এনে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সন্ধ্যায় কাঁকসা থানায় ডেকে পাঠানো হয় সুতন্দ্রার সহকর্মী তথা ঘটনার সময় গাড়িতে থাকা চন্দননগরের বাসিন্দা মিন্টু মন্ডলকে। তাঁকে থানাতেই রাখা হয়েছে। তাঁকে যে গাড়িটি নিয়ে এসেছিল সেই গাড়ির চালক প্রণব পাল বলেন, “আমি থানায় নামিয়ে দিয়ে গেলাম। আমাকে চলে যেতে বলা হল। তাই আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি।”
এদিন সন্ধ্যা সাতটা নাগাদ মূল অভিযুক্ত পানাগড়ের গাড়ির যন্ত্রাংশ কাটাইয়ের কারবারী পলাতক বাবলু যাদবের বন্ধু দিলীপ সাউকে পুলিশ গাড়িতে চাপিয়ে নিয়ে বেরিয়ে যায়। তবে কোথায় তাঁকে নিয়ে যাওয়া হল, সে বিষয়ে পুলিশ কিছু জানাতে চায়নি। ফেসবুক প্রোফাইলে বিজেপির পতাকা ও কর্মীদের সঙ্গে দিলীপের ছবি দেখা গিয়েছে। কেউ গ্রেফতার হয়েছে কী না সে বিষয়ে মুখ খুলতে চাননি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা-ও। তিনি শুধু বলেন, “আমরা সব রেকর্ড করছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
