September 28, 2023

খরচ কমাতে মিড ডে মিল নিয়ে প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি স্কুলগুলি

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ জুলাই ২০২৩: বাজারে আগুন লেগেছে। স্কুলে মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে দুশ্চিন্তায় শিক্ষকেরা। আলু-পেঁয়াজ প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা। পটল, বেগুন ৪০-৫০ টাকা। আদা ৩০০-৩৫০ টাকা। কাঁচালঙ্কা ১৫০-২০০ টাকা। আবার সপ্তাহে একদিন ডিম দেওয়ার কথা। এছাড়া মশলাপাতি, ডাল, জ্বালানি গ্যাসের দামও দিন দিন বেড়েই চলেছে।

জানা গিয়েছে, মিড ডে মিলের জন্য প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মিড ডে মিলে প্রত্যেক পড়ুয়ার জন্য বরাদ্দ পাঁচ টাকা ৪৫ পয়সা। ষষ্ঠ-অষ্টম শ্রেণির জন্য বরাদ্দ আট টাকা ১৭ পয়সা। এই টাকায় কীভাবে এসব সম্ভব হবে? প্রশ্ন শিক্ষকদের। তবে প্রশাসনের একটি সিদ্ধান্তে কিছুটা হলেও সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

গ্যাসের দাম দিন দিন উর্ধমুখী হওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে। যাতে কম গ্যাসে রান্না হয় সেজন্য স্কুলগুলিকে প্রেসার কুকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসা ব্লকের বিডিও অফিস থেকে বুধবার মোট ২০৫টি স্কুলের হাতে ১২ লিটারের প্রেসার কুকার তুলে দেওয়া হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: