দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি ২০২৪: একই ওড়নায় ঝুলছে দুই কিশোরীর দেহ। নেপথ্যে কি সমপ্রেম? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। চন্দ্রকোণার (Chandrokona) ধামকুড়িয়ার জঙ্গল এলাকার ঘটনা। জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
চন্দ্রকোণার রামগড়ের বাসিন্দা বছর ১৬ এর এক কিশোরীর সঙ্গে আরামবাগের এক কিশোরীর বরাবর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একে অপরের বাড়িতে যাতায়াত করত। শুক্রবার দুজনকে ধামকুড়িয়ার জঙ্গলে একটি গাছে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, দুই আদিবাসী কিশোরীর মধ্যে সমপ্রেমের সম্পর্ক ছিল। সমাজ তা মেনে নেবে না ভেবে অবসাদে আত্মঘাতী হয় তারা। বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।