September 28, 2023

ঘরের মেঝে খুঁড়ে পাওয়া গেল মধু ব্যবসায়ীর দেহ

দুর্গাপুর দর্পণ, নদিয়া, ১৯ জুলাই ২০২৩: ঘরের মেঝে খুঁড়ে পাওয়া গেল নিখোঁজ মধু ব্যবসায়ীর দেহ। নিহতের নাম সফিউল মন্ডল। গত ৯ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। নদিয়ার নবদ্বীপ থানার মিয়াপাড়া এলাকায় তিনি মধুর ব্যবসা করতেন। আসল বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানা এলাকায়। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে মন্টু মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করেছে।

জানা যায়, কোনও কিছু নিয়ে বচসার জেরে সফিকুলকে বাঁশ দিয়ে মাথার মেরে খুন করা হয়। এরপর তার দেহ মেঝেতে পুঁতে উপরে প্লাস্টার করে দেওয়া হয়। মঙ্গলবার সফিকুলের পরিবার নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করার পরে পুলিশ তদন্তে নামে। রাতেই গ্রেফতার করা হয় মন্টুকে। আজ ঘটনাস্থলে গিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহ মেঝে খুঁড়ে তোলা হয় মাটির নিচ থেকে।

দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের বাবা বলেন, ‘‘অভিযুক্তর কাছে আমার ছেলের বাইকের কাগজ, প্যান কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন নথি পাওয়া যায়। এরপরে এলাকাবাসীর সন্দেহ আরও বাড়ে। তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন তারা। এরপর পুলিশের কাছে পুরো ঘটনা স্বীকার করে নেয় সে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: