দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ মার্চ ২০২৪: দু’দিন ধরে নিখোঁজ থাকার পরে যুবকের দেহ মিলল কুয়োয়। শনিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের বি ওয়ানে একটি কুয়োয় মানসিক ভারসাম্যহীন যুবকের নিথর দেহ উদ্ধার হয়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুরজিৎ সাহা (৩৭)। বি ওয়ান এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, সুরজিৎ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে তাঁর দেহ উদ্ধার হয় কুয়ো থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। বেশ কিছুক্ষণ চেষ্টার পরে দমকল যুবকের দেহ উদ্ধার করে।
ওই যুবকের মা সুমিতাদেবী জানান, তাঁরা দোতলার কোয়ার্টারে থাকেন। অনেকে তাঁদের মারতে আসছে এই আতঙ্কে তাঁর ছেলে তাঁকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জোর করে নেমে আসে। তিনি ছেলেকে বুঝিয়ে শান্ত করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করেন। তখন তিনি শুনতে পান, ‘ওরা বাবা রে, আমাকে মারতে আসছে রে, আমি পালাই’ বলতে বলতে ছেলে দৌড়ে চলে যায়। তার পর থেকেই আর ওর খোঁজ ছিল না।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।