দুর্গাপুর দর্পণ পুরুলিয়া, ৩০ নভেম্বর ২০২২: পুরুলিয়ার (Purulia) ঝালদা থানার মাঘা গ্রামে কুয়ো ধসে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম ইন্দ্রাণী সিং গুঁঝা (৩২)। বাসন মাজার জন্য তিনি কুয়োর পাড়ে গিয়েছিলেন তিনি। পাতকুয়োয় জল তুলতে গিয়ে আচমকা কুয়ো ধসের ফলে কুয়োয় পড়ে যান ইন্দ্রাণী। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে কুয়ো থেকে দেহ উদ্ধার করে। মৃতার এক কন্যা ও তিন পুত্র সন্তান রয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
