You are currently viewing নববধূ লিপ্ত পরকীয়ায়! আত্মঘাতী স্বামী

নববধূ লিপ্ত পরকীয়ায়! আত্মঘাতী স্বামী

  • Post category:জেলা

দুর্গাপুর দর্পণ, মুর্শিদাবাদ, ২২ সেপ্টেম্বর ২০২৩: নববধূ লিপ্ত পরকীয়ায়! মেনে নিতে পারেনি স্বামী। বিয়ের তিন মাসের মধ্য়ে আত্মঘাতী স্বামী। ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ।

জানা গিয়েছে, তিন মাস আগে দেখাশোনা করে বিয়ে হয় সুতির বাসিন্দা বছর পঁচিশের যুবক রন্তু দাসের। অভিযোগ, বিয়ের পরেও এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল নববধূর। নিয়মিত যোগাযোগ ছিল তাদের। এই নিয়ে শুরু হয় দাম্পত্য কলহ। ২৭ অগাস্ট অশান্তির জেরে বাপের বাড়ি চলে যান রন্তুর স্ত্রী। বেশ কিছু দিন যোগাযোগ বন্ধ ছিল দম্পতির। বৃহস্পতিবার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান রন্তু। শ্বশুরবাড়ি ঢোকার আগেই স্ত্রীর সঙ্গে দেখা হয় স্বামীর। কিন্তু আর কোনও কথা না বলে তিনি বাড়ি ফিরে আসেন। শুক্রবার ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের ভাই আকাশ দাসের অভিযোগ, ‘‘বৌদির বিয়ের আগে যে যুবকের সঙ্গে সম্পর্ক ছিল বিয়ের পরেও তাঁর সঙ্গে নতুন করে আবার সম্পর্ক তৈরি করে। সেই নিয়ে অশান্তি শুরু হয়। বৃহস্পতিবার বৌদিকে ওই যুবকের সঙ্গে সামনে থেকে দেখার পরে আর মানসিক চাপ সহ্য করতে পারেনি দাদা। আত্মহত্যা করে ও।’’

 

 

Leave a Reply