১১৭ কোটি টাকা সাইবার প্রতারণায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে প্রবল বিপাকে সিআইডি

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২৪ আগস্ট ২০২৩: প্রায় ১১৭ কোটি টাকা সাইবার প্রতারণায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে প্রবল বিপাকে সিআইডি! আসলে, কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানাতে এসেছিলেন কুণাল এবং নন্দিনী গুপ্তা। তখন তাদের গ্রেপ্তার করা হয়। বিচারপতি জয় সেনগুপ্তকে আদালতে শুনানির সময় দম্পতির আইনজীবী একথা জানালে সিআইডিকে তীব্র ভর্ৎসনা করেন তিনি।
বিচারপতির প্রশ্ন, “কার নির্দেশে সিআইডি এটা করল? রেজিস্ট্রার জেনারেলের অনুমতি নেওয়া হয়েছে? কোন সুপিরিওর নির্দেশ দিয়েছেন? এতদিন সিআইডি কী করেছে?” সিআইডি জানায়, আদালতের ভিতর থেকে নয়, হাই কোর্টের পশ্চিম গেটের সামনে থেকে দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে।