দুর্গাপুর, ২৭ এপ্রিল ২০২৪: কুলটি এবং আসানসোলে দুটি জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার দুপুর ১টা ২০ নাগাদ দুর্গাপুর থেকে হেলিকপ্টারে করে কুলটির উদ্দেশ্যে রওনা দেন তিনি। গান্ধী মোড় ময়দানে হেলিকপ্টারে চড়ার সময় হঠাৎ হেলিকপ্টারের ভিতরে হুমড়ি খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
কয়েকদিন ধরেই শিল্পাঞ্চলের তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছাকাছি চলছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপপ্রবাহ। এই সময় মুখ্যমন্ত্রী দুর্গাপুরেই রয়েছেন। বুদবুদের জনসভাতেই তিনি জানিয়ে ছিলেন, প্রচণ্ড গরমে তাঁর শরীর ভালো নেই। এদিন আসানসোলের উদ্দ্যেশ্যে দুপুরে রওনা হন তিনি।
হেলিকপ্টারে উঠে বসতে গিয়েই তিনি আচমকা পড়ে যান। তারপর নিজেই উঠে পড়েন। জানা গিয়েছে, মুখ্য়মন্ত্রীর আঘাত লাগেনি। তিনি হোঁচট খেয়ে পড়ে গেছেন। নিরাপত্তা রক্ষীরা দ্রুত তাঁকে তুলে নির্দিষ্ট আসনে বসিয়ে দেন। তিনি ভালো আছেন। তিনি হেলিকপ্টার থেকে নেমে কুলটির জনসভায় যোগ গিয়েছেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।