দুর্গাপুর, ৭ মে ২০২৪: ঐতিহাসিক পদযাত্রা হবে- গতকাল দুর্গাপুরের গ্যামন ব্রিজের জনসভায় ঘোষণা করেছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন দুর্গাপুরের প্রান্তিকা থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত মুখ্য়মন্ত্রীর পদযাত্রায় ছিল মানুষের জোয়ার। দুই পাশে ছিল সাধারণ মানুষের নজর কাড়া ভিড়। এই ছবি প্রমাণ করে মমতা বন্দ্য়োপাধ্যায় আর ভিড় আজও সমার্থক।
এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ। ছিলেন প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী বাবুল সুপ্রিয়, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতারা। ঢাক, শঙ্খ ধ্বনি উলুর ধ্বনি আর আদিবাসী নৃত্যের বোলের মুখরিত ছিল পদযাত্রা। প্রান্তিকা থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত দুপাশে ছিল অগণিত মানুষ। যাদের সঙ্গে হাঁটতে হাঁটতেই কথা বলে নিলেন মুখ্যমন্ত্রী। এঁদের অনেকেই মুখ্যমন্ত্রীকে উত্তরীয়, ফুলের তোড়া দিয়ে বরণ করলেন পদযাত্রার মাঝেই। ভিরিঙ্গি শ্মশান কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম সারলেন মুখ্যমন্ত্রী। কথা বললেন মন্দিরের প্রধান সেবাইত সাধন রায়ের সঙ্গে।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মুখ্যমন্ত্রীকে ঘিরে শত শত মানুষের উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পরার মত। এই আবেগ ভোট বাক্সে কী প্রভাব ফেলবে? বর্ধমান-দুর্গাপুর লোকসভা গেল বারের ভোটে ছিল বিজেপির দখলে। এবার এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দলের দুর্দন্ডপ্রতাপ নেতা দিলীপ ঘোষ। তৃণমূল এই আসন জিততে এবার মরিয়া। মুখ্যমন্ত্রীর আজকের পদযাত্রা কিছুটা হলেও কী বিরোধীদের ভয়ের কারণ হবে? এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লড়াই হবে সেয়ানে সেয়ানে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।