September 28, 2023

জুলাই থেকে শুরু হবে কলেজে ভর্তির প্রক্রিয়া

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ জুন ২০২৩: রাজ্যের উচ্চ শিক্ষা দফতর কলেজে স্নাতকস্তরে পড়ুয়াদের ভর্তি হওয়া নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ১ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন কলেজে স্নাতক স্তরে ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে। সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়কে অনলাইনে আবেদন পত্র দিতে হবে।

১৫ জুলাইয়ের মধ্যে আবেদন দেওয়া ও জমা নেওয়ার কাজ শেষ করতে হবে। নির্দেশিকা বলা হয়েছে ২০ জুলাইয়ের মধ্যে মেধাতালিকা প্রকাশ করতে হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে। ৩১ জুলাইয়ের মধ্যে ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে। পঠন-পাঠন শুরু করতে হবে ১ আগস্ট থেকে। স্পষ্টভাবে বলা হয়েছে মেধার ভিত্তিতেই পড়ুয়াদের ভর্তি করা হবে। কোন ছাত্র বা ছাত্রী থেকে আবেদন পত্র বা প্রস্পেক্টরস দেওয়ার জন্য টাকা নেওয়া যাবে না।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: