September 29, 2023

থানার ওসি ও এক সাব ইন্সপেক্টরকে কড়া শাস্তি দিল আদালত

দুর্গাপুর দর্পণ, নদিয়া, ১ জুন ২০২৩: এবার আদালতের শাস্তির মুখে নদিয়ার (Nadia) তাহেরপুর থানার ওসি ও এক সাব ইন্সপেক্টর। আদালত অবমাননার অভিযোগে বেতন থেকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা কেটে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, একটি সিমেন্টের গাড়িকে আটক করা নিয়ে সমস্যার শুরু। গাড়িটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই আদেশ অমান্য করেন তাহেরপুর থানার ওসি দীনেশ পাল ও এই মামলার তদন্তকারী অফিসার লাকি সরকার।

গাড়িটির ক্ষতিপূরণ বাবদ মোট ৮০ হাজার টাকা কেটে নেওয়ার নির্দেশ দেন আদালত। সঙ্গে রানাঘাট মহকুমা আদালতের অন্য একটি এজলাসে এই মামলার বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: