কিশোরকে টেনে নিয়ে যাওয়ার ‘শাস্তি’, কুমীরকে পিটিয়ে মেরে দিল জনতা

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৪ জুন ২০২৩: কিশোরকে টেনে নিয়ে যাওয়ার ‘শাস্তি’। পিটিয়ে মেরে ফেলা হল কুমীরকে (Crocodile)। বিহারের (Bihar) বৈশালি জেলার রঘুপুর দিয়ারায় ঘটনা। মৃতের নাম অঙ্কিত কুমার। পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল সে। বাড়িতে নতুন বাইক কেনায় পরিবারের সবাই গিয়েছিলেন গঙ্গায় পুজো দিতে। সেজন্য সবাই স্নান করতে নামেন। আচমকা একটি কুমীর অঙ্কিতকে টেনে নিয়ে যায় জলের গভীরে।
প্রায় এক ঘণ্টা পর অঙ্কিতের দেহ উদ্ধার করে পরিবার। খবর জানাজানি হতে সেখানে ভিড় করেন আশপাশের বাসিন্দারা। এরপর জাল ফেলে কুমিরটিকে জল থেকে তুলে আনা হয়। লোহার রড ও বাঁশ দিয়ে সবাই মিলে কুমিরটিকে পেটাতে থাকে। সেটি মারা যাবার পরে তারা ক্ষান্ত নয়। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। বন দফতর ঘটনার তদন্ত শুরু করেছে।
Bihar | A crocodile was beaten to death in the Vaishali district after the crocodile allegedly killed a 14-year-old boy
We've received information that a crocodile has been killed. The reason is not yet known. Forest officials have reached the spot & an investigation is being… pic.twitter.com/3FvHzmZxYr
— ANI (@ANI) June 13, 2023
(এই প্রতিবেদনে ব্যবহৃত টুইটার পোস্টটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে সরাসরি embed করা হয়েছে এবং Durgapur Darpan এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। ওই পোস্টের মতামত এবং তথ্যের জন্য Durgapur Darpan কোনও দায় গ্রহণ করছে না।)