দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৫ অক্টোবর ২০২৩: রাজ্যে লোকাল ট্রেনের মধ্যে প্রথম first class coach চালু হচ্ছে মাতৃভূমি লোকালে (Matribhoomi ladies special)। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, দুর্গাপুজো আসছে। দেবী পক্ষে মহিলাদের প্রতি সম্মান জানাতে রানাঘাট-শিয়ালদহ-রানাঘাট (Ranaghat – Sealdah – Ranaghat) মাতৃভূমি লোকালে পাইলট প্রজেক্ট হিসাবে একটি first class coach চালু করা হবে।
নতুন এই কোচে সিটের গদি অনেক উন্নত হবে। মেঝে ম্যাট দিয়ে ঢাকা থাকবে। কোচের দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা থাকবে। সব মিলিয়ে যাত্রী স্বাচ্ছন্দ বাড়বে অনেকখানি। পাইলট প্রজেক্ট সফল হলে অন্যান্য মাতৃভূমি লেডিজ স্পেশালেও first class coach চালু করা হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।