দুর্গাপুরে চালু হল প্রথম উর্দু মাধ্যম হাইস্কুল

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে চালু হল প্রথম উর্দু মাধ্যম হাইস্কুল। মেনগেটে উর্দু জুনিয়র হাইস্কুল ছিল। সেই স্কুলটিতেই এবার নবম ও দশম চালু হল। এতদিন মেনগেট, ওল্ড কোর্ট মোড়, নইম নগর, বেনাচিতি, সগরভাঙা প্রভৃতি এলাকার উর্দু ভাষী পড়ুয়ারা ওই স্কুলের পড়ুয়া। অষ্টম শ্রেণীর পরে তাদের এতদিন ১০ কিমি দূরের অন্ডাল বা তার থেকেও দূরে রানিগঞ্জ, আসানসোলে যেতে হতো। ফলে অনেকেই পড়াশোনা ছেড়ে দিত। এবার সেই সমস্যা মিটল।
সোমবার স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুরসভার প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ কলিমুল হক, শিক্ষক নুরুল হক প্রমুখ। কলিমুল হক জানান, ২০১৪ সালে তৎকালীন মেয়র ও বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়ের উদ্যোগে এই জুনিয়র উর্দু স্কুলটি চালু হয়েছিল। এবার তা দশম শ্রেণীতে উন্নীত হল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।