September 26, 2023

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে কুপিয়ে খুন

দুর্গাপুর দর্পণ, করিমপুর, ১৩ জুন ২০২৩: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নদিয়া জেলার (Nadia) হোগোলবেরিয়া থানার সোন্দলপুর এলাকার ঘটনা। রক্তাক্ত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে করিমপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। মৃতের নাম সোনালী চক্রবর্তী। যদিও ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত ব্রজেন মন্ডল।

দ্বাদশ শ্রেণীর ছাত্রী সোনালী প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার সময় বছর ৪৫ এর ব্রজেন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ। ব্রজেন ত এক বছর আগে তাকে প্রেমের ও বিয়ের প্রস্তাব দেয় বলে অভিযোগ। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় পরে তার উপর চাপ সৃষ্টি করতে থাকে। অশ্লীল আচরণও করে বলে অভিযোগ।

পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। জামিনে ছাড়া পাওয়ার পরে ফের সে মেয়েটিকে নানা ভাবে উত্যক্ত করতে থাকে। এদিন টিউশন পড়ে বাড়ি ফেরার সময় ফাঁকা জায়গায় ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে, হাতে ও কোমরে কোপ মারে অভিযুক্ত। এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এদিকে অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: