বৃদ্ধ বাবাকে ঘরছাড়া করেছিল ছেলে-বৌমা, হাইকোর্ট দিল কড়া নিদান

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৩১ মে ২০২৩: বৃদ্ধ বাবাকে ঘরছাড়া করেছিল ছেলে-বৌমা। মামলা উঠেছিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিচারপতি রাজাশেখর মান্থা দিলেন কড়া নিদান। বৃদ্ধ বাবাকে ঘরে ফিরিয়ে দিলেন তিনি।
একই সঙ্গে বিচারপতির কড়া নির্দেশ, এর পরে ফের যদি বাবার সঙ্গে দুর্ব্যবহার করে ছেলে-বৌমা, তাহলে দরকার হলে পুলিশ তাদের গারদে পুরবে। জামিনে মুক্ত হওয়ার পরেও তারা আবাসনে পা রাখতে পারবে না, পুলিশকে সেটা দেখতে হবে।
দক্ষিণ কলকাতার বেহালার পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা ট্যাক্সিচালক ষাটোর্ধ মৃণালকান্তি নাথের স্ত্রী মারা গিয়েছেন বছর দু’য়েক আগে। ছেলে অভিষেক ব্যবসায়ী। তাঁর স্ত্রীর নাম রুম্পা। চার কাঠা জমিতে নিজের বাড়ি ছিল।
ছেলের পরামর্শে সেই বাড়ি ভেঙে ফ্ল্যাট তৈরি হয়। অভিযোগ, এরপরেই নতুন ফ্ল্য়াটে ছেলে-বৌমা হেনস্থা শুরু করেন। মৃণালকান্তিবাবু গত ডিসেম্বরে বাড়িছাড়া হয়ে হাই কোর্টের দ্বারস্থ হন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।