দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ফুলঝোড়ে রয়েছে সরকারি স্কুল, পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের ৩২২ জন পড়ুয়ার হাতে হেলথ কার্ড তুলে দিল শোভাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল। চলতি শিক্ষাবর্ষে ওই হেলথ কার্ড ব্যবহার করে হাসপাতালে গিয়ে যাবতীয় চিকিৎসা করাতে পারবে।
এদিন পড়ুয়াদের হাতে হেলথ কার্ড তুলে দেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতালের সিইও সুপর্ণা সেনগুপ্ত। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, আদিবাসী গাঁওতার নেতৃত্ব এবং হাসপাতালের কর্মী, আধিকারিকেরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী পড়ুয়ারা এখানে হস্টেলে থেকে পড়াশোনা করে।
জানা গিয়েছে, পড়ুয়াদের জন্য জরুরী ভিত্তিতে সর্বক্ষণের অ্যাম্বুল্যান্স এর ব্যবস্থা থাকবে। এছাড়া হাসপাতালে আউটডোরে চিকিৎসা, ডায়গোনস্টিক সেন্টারের সুবিধা, মাসে একবার করে স্বাস্থ্য পরীক্ষা, প্রতি দু’মাসে চোখ ও দাঁতের পরীক্ষা, প্রয়োজনীয় টিকাকরণ প্রভৃতি সুযোগ পড়ুয়ারা পাবে বলে জানান হাসপাতালের সিইও সুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও ছাত্রীদের ঋতুকালীন অবস্থায় পরিচ্ছন্ন থাকতে গেলে কী করতে হবে, কী খেতে হবে, সেই সময় শরীরে কোন কোন পরিবর্তন আসে এসব বিষয়ে সচেতন করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।