বিরাট জাহাজ আটকে গেল হুগলী নদীতে! চাঞ্চল্য

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২ আগস্ট ২০২৩: হুগলি নদী দিয়ে যাওয়ার পথে ভাটায় আটকে গেল পণ্যবাহী বার্জ। ঘটনাটি ঘটেছে হাওড়ার গড়চুমুকে। চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ভিড় জমে যায়।
জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ একটি বার্জ যাচ্ছিল কলকাতা বন্দরের দিকে। উল্টো দিক থেকে অন্য একটি বার্জ কলকাতা থেকে হলদিয়ায় যাচ্ছিল। কলকাতা বন্দরগামী বার্জটি অন্যটিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চলে যায় গড়চুমুক পর্যটন কেন্দ্রের কাছে নদীর চরের দিকে। এবং হুগলী নদীতে ভাটা থাকায় বার্জটি চরে আটকে যায়। জোয়ার এলেই বার্জটি সরবে, এমনটাই মনে করছে স্থানীয়রা।