
দুর্গাপুর: বেলা বারোটা নাগাদ সাইরেন বাজিয়ে কুনুর নদীর ধারে এল পুলিশের গাড়ি, দমকলের গাড়ি, বোম স্কোয়াডের গাড়ি। তার কিছুক্ষণ পরেই গুরুম গুরুম শব্দ। গোটা এলাকা ঢাকল ধোঁয়ায়। সাইরেনের শব্দ, ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পরে বাসিন্দারা। অনেকেই উপস্থিত হয় কুনুর নদীর পাড়ে । (The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুজো,কালীপুজো এবং বিভিন্ন সময় নিউ টাউনশিপ থানা এলাকা থেকে বহু নিষিদ্ধ আতশবাজি ও চকলেট বোম বাজেয়াপ্ত হয়েছিল। বুধবার দুপুরে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া সংলগ্ন এলাকায় কুনুর নদীর পাড়ে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। আসে পুলিশ, বোম স্কোয়াড, দমকল। পুলিশ সূত্রে খবর, এদিন ২৪ কেজি নিষিদ্ধ আতশবাজি ও চকলেট বোম নিষ্ক্রিয় করা হল। প্রায় এক ঘন্টা ধরে নিষিদ্ধ আতশবাজি ও চকলেট বোম নিষ্ক্রিয় করার কাজ চলে। শব্দ আর ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। সাবধানতা অবলম্বনে উপস্থিত ছিল দমকল বাহিনীও।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।