দুর্গাপুর: মা দুর্গার নামে রেকর্ড থাকা জমিও ছাড় পাচ্ছে না দখলদারির হাত থেকে! দুর্গাপুরের গোপীনাথপুর মৌজার দত্ত বাড়ির দুর্গাপুজোর জন্য মুচিপাড়ায় প্রায় দশ বিঘা জমি রয়েছে। সেই জমি রয়েছে দত্ত বাড়ির দুর্গামাতা ট্রাস্টের নামে। তা ভরাট করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে স্থানীয় এক মার্বেল, টাইলস ব্যবসায়ীর বিরুদ্ধে। ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ হয়েছে। ওই ব্যবসায়ী অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
জানা গিয়েছে, গত প্রায় ১০বছরের বেশি সময় ধরে সেই জমিতে চাষ করা হয় না। এখন তা প্রায় জলা জমিতে পরিণত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক সপ্তাহ ধরে সেই জমি ভরাট করার কাজ চলছে। গোপীনাথপুর দত্তবাড়ি দুর্গামাতা ট্রাস্টের সম্পাদক সুব্রত দত্ত অভিযোগ করেন, “আমরা জানতে পারি আমাদের দেবোত্তর জমির পাঁচিল ভেঙে ভরাট করা হচ্ছে। সেই জমি ভরাট করছেন স্থানীয় ব্যবসায়ী হিরন্ময় দাস। আমরা ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং কাঁকসা থানায় অভিযোগ জানিয়েছি। কড়া আইনি ব্যবস্থার দাবি করছি।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
হিরন্ময় দাস দাবি করেন, “দীর্ঘদিন ধরে চাষ না হওয়ায় ওই জমি জলা জমিতে পরিণত হয়েছে। তাই আবার চাষ করার জন্য বর্গাদাররা সেই জমি ভরাট করে সমান করছে। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে যা অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।” দুর্গাপুরের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিক উৎপল কুমার সাহা বলেন, “তিন বছর ধরে কোনও জমি যদি পড়ে থাকে এবং জলা জমিতে পরিণত হয় তাহলে সরকারের কাছে অনুমতি নেওয়ার পরেই সেই জমি ভরাট করা যায়। আমরা অভিযোগ পেয়েছি হিরন্ময় দাস নামে কেউ ওই জমি ভরাট করছেন। তদন্ত করা হবে। সরকারি আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।