
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ মার্চ ২০২৪: বড় বিপদ থেকে বেঁচে গেলেন একটি লরির চালক ও খালাসি। শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) জেলার পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পানাগড় শিল্পতালুকের সামনে হঠাৎ একটি ট্যাঙ্কারে আগুন লেগে যায়। ঘটনাস্থলে ছুটে আসে পানাগড় দমকলের একটি ইঞ্জিন। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল আধিকারিক জানিয়েছেন, গাড়িচালক এবং খালাসি গাড়ির মধ্যেই রান্না করছিলেন গ্যাস জ্বালিয়ে। সেখান থেকেই কোনওভাবে আগুন ধরে যায়। পাশেই ছিল পেট্রল পাম্প। তাই বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল। সময় মতো দমকল আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now