চতুর্থ শ্রেণির ছাত্রীকে পিষে দিল লরি, রক্তাক্ত রাস্তা

দুর্গাপুর দর্পণ,দক্ষিণ ২৪ পরগনা, ১ জুলাই ২০২৩: ভয়াবহ পথ দুর্ঘটনা। লরির ধাক্কায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রীর। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানার গোতলাহাটের সেবানগর কৃষ্ণপুরে। পুলিশ গ্রেফতার করেছে চালককে।
জানা গিয়েছে, বাবার সঙ্গে সাইকেলে পরীক্ষা দিতে যাচ্ছিল কৌশিকী বাগ। স্থানীয় যোগেশ্বরী ইনস্টিটিউট অ্যাকাডেমিতে চতুর্থ শ্রেণিতে পড়ত সে। অভিযোগ, পিছন থেকে একটি লরি ধাক্কা দেয় সাইকেলে। ছিটকে যায় ছাত্রী। তার পেটের উপর দিয়ে চলে যায় লরি। তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়। লরিটিকে আটক করেছে পুলিশ। গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করা হয়েছে।