
সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ মার্চ ২০২৪: ‘হেপাটাইটিস বি’ আক্রান্ত প্রেমিকাকে হাসপাতালেই বিয়ে করলেন প্রেমিক। হাসপাতালের বেডেই হল মালাবদল। চিকিৎসাধীন প্রেমিকার সিঁথিতে সিঁদুর দিয়ে, ‘যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম’ মন্ত্রোচ্চারণের মাধ্যমে সার্থক রূপ পেল আড়াই বছরের ভালোবাসা।
শনিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দিল্লির অমিত মুখার্জি এবং দুর্গাপুরের শ্যামপুরের সুচরিতা পাত্রের। কর্মসূত্রে দিল্লি থেকে আড়াই বছর আগে অমিত কর্মসূত্রে আসেন দুর্গাপুরে। দু’জনের পরিচয় এবং তা ক্রমে ভালোবাসায় রূপ নেয়।
বিয়ের দিন ঠিক হয় ২মার্চ। কিন্তু পাঁচ দিন আগে আচমকা হেপাটাইটিস বি সংক্রমণ হয় সুচরিতার। তাঁকে দুর্গাপুরের সিটি সেন্টারের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। অমিত এবং সুচরিতার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানান, শনিবার অর্থাৎ ২ মার্চ হাসপাতালেই বিয়ের ব্যবস্থা করার জন্য।
সাড়া দেন হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় পুরোহিতকে সঙ্গে নিয়ে হাজির হয় পাত্রপক্ষ। মন্ত্রোচ্চারণ, মালাবদল, সিঁদুরদান। সম্পন্ন হল বিয়ে। সাক্ষী রইলেন হাসপাতালের চিকিৎসক, নার্স সহ বাকিরা। পাত্র, পাত্রী দু’জনেরই বক্তব্য, তাঁরা খুব খুশি। হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখার্জি, অনুপ পুরকায়স্থ’রা বলেন, ‘‘সুচরিতা দ্রুত সুস্থ হয়ে উঠুক। নবদম্পতির দীর্ঘ সুখী জীবন কামনা করি।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।