You are currently viewing Durgapur : সিসি ক্যামেরা নষ্ট করে, সশস্ত্র নিরাপত্তারক্ষীদের গাছে বেঁধে কারখানায় লুঠ

Durgapur : সিসি ক্যামেরা নষ্ট করে, সশস্ত্র নিরাপত্তারক্ষীদের গাছে বেঁধে কারখানায় লুঠ

বুধবার গভীর রাতে দুষ্কৃতীরা হানা দেয় কারখানায়। কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে তারা।

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ নভেম্বর ২০২৩: সিসি ক্যামেরা নষ্ট করে, সশস্ত্র নিরাপত্তারক্ষীদের গাছে বেঁধে কারখানায় লুঠ। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসা থানার সুন্দিয়ারা এলাকার ঘটনা। বুধবার গভীর রাতে দুষ্কৃতীরা হানা দেয় কারখানায়। কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে তারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দেখুন ভিডিও

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বন্ধ পানীয় জলের কারখানায় গভীর রাতে আচমকা চড়াও হয় প্রায় ৩০ জনের ডাকাত দল। তারা কারখানার জানলার দেওয়াল কেটে ভেতরে ঢোকে। তার আগে সিসি ক্যামেরাগুলি নষ্ট করে দেয়। এরপর দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মরত একজন বন্দুকধারী সহ ৩ নিরাপত্তারক্ষীকে গাছে বেঁধে রাখে। তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। নিরাপত্তারক্ষীর বন্দুকটিও কেড়ে নেয় দুষ্কৃতীরা।

এরপর একটি ট্রাকে ১০টি জেনারেটর, ৪টি হেভি মোটর, বেশ কিছু পাইপ সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয়। যাওয়ার আগে অবশ্য বন্দুকটি ফেরত দিয়ে যায় দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষীরা ফোন করে কারখানা কর্তৃপক্ষকে ডাকাতির খবর দেন। কারখানা কর্তৃপক্ষ খবর দেন কাঁকসা থানায়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। নিরাপত্তারক্ষীদের উদ্ধার করে। কাঁকসার এসিপি সুমন কুমার জসওয়াল জানান, পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Leave a Reply