জানুয়ারিতেই ধনঞ্জয় চৌবেকে খুনের ছক কষা হয়েছিল!

দুর্গাপুর দর্পণ, আদ্রা, ৩০ জুন ২০২৩: গত ২২ জুন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পুরুলিয়ার (Purulia) আদ্রার পুরাতন বাজারে তৃণমূল (TMC) কার্যালয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে যান আদ্রা শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে। তবে সিটের তদন্তে জানা গিয়েছে, জানুয়ারি মাসেই তাঁকে খুনের ছক কষা হয়েছিল। কিন্তু তা কার্যকরী হয়নি। খুনের মূল ষড়যন্ত্রকারী ধৃত আরজু মালিককে জেরা করে এই তথ্য পেয়েছে সিট।
জানা গিয়েছে, আদ্রা ডিভিশনের রেলের সিন্ডিকেট নিয়ে বিবাদের জেরে ধনঞ্জয় চৌবেকে আগে হুমকি দেওয়া হয়েছিল। তারপর থেকে তিনি সতর্ক হয়ে চলাফেরা করতেন। বেশ কিছুদিন ধরে তিনি রাতে দলীয় কার্যালয়ে আসতেন না। তবে এদানিং ধীরে ধীরে তিনি আবার রাতের বেলায় আসতে শুরু করেছিলেন।
তদন্তে আরও জানা গিয়েছে, ধনঞ্জয় চৌবের বাধায় রেলের সিন্ডিকেটে বিহারের জামুইয়ের আরজুর প্রভাব কমছিল। তাই জানুয়ারিতেই ধনঞ্জয় চৌবেরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। শেষ পর্যন্ত ২২ জুন প্রথমে ট্রেনে এসে তরপর বাইকে করে অপারেশন শেষ করে বাইক ফেলে ট্রেনে চেপে পালায় খুনিরা। জানা গিয়েছে, যে বাইকটি তারা ব্যবহার করেছিল সেটি চোরাই বাইক।