দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ সেপ্টেম্বর ২০২৩: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে আধারকার্ডের বায়োমেট্রিক তথ্য চুরি করে শুক্রবার বেশ কয়েকজনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। বিধাননগর সেক্টর ২সি এলাকার বাসিন্দা বিবেকানন্দ মুখার্জি জানান, একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ তাঁর মোবাইলে আসা মেসেজ থেকে জানতে পারেন, তাঁর আধার কার্ডের তথ্য ক্লোন করে ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
তিনি ব্যাঙ্কে যোগাযোগ করলে একটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়। সেই নম্বরে ফোন করে তিনি প্রথমে অ্যাকাউন্টটি ‘লক’ করেন। শনিবার তিনি দুর্গাপুর সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, সেখানে গিয়ে জানতে পারেন, একই দিনে এমন ভাবেই আরও ৮ জনের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।