Durgapur: পলাশডিহায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেল!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় অন্তত ৫০ জনের রক্তে ডেঙ্গুর (Dengue) জীবানু ধরা পড়েছে। এমনটাই জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। পুরসভার তরফে এলাকায় রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সেই নমুনা পরীক্ষা করেই এতজন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে।
যদিও পুরসভার দাবি, ২৮ জনের ডেঙ্গু ধরা পড়েছে। পুরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সুডা থেকে প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেছে। জেলা স্বাস্থ্য দফতরের তরফে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় উদ্যোগ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুরসভা। আক্রান্তরা সবাই সুস্থ হয়ে উঠছেন বলে জানানো হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।